আজ ১১ অক্টোবর শনিবার বিকেলে জাপার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, মব ভায়োলেন্স বন্ধসহ কয়েকটি দাবি জানিয়ে কাকরারাইলে আয়োজন করে দলটির কেন্দ্রীয় কার্যালয় সামনে কর্মী সমাবেশ ।
সমাবেশের শুরু থেকেই সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। এ সময় বক্তারা সরকারবিরোধী বিভিন্ন প্রকার বক্তব্য দিচ্ছিলেন। আজ বিকেল সারে ৩টার দিকে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ জলকামান, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে । জাতীয় পার্টির নেতাকর্মীরা সমাবেশ ছত্রভঙ্গ হয়ে অবস্থান নেন বিভিন্ন মোড়ে মোড়ে। দলটির নেতা কর্মীরা অভিযোগ জানিয়েছেন, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হামলা চালিয়েছে ।
এই বিষয়ে জানা যায়, দলটির কার্যালয়ের সামনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ সদস্য মোতায়ন রয়েছে । কেন্দ্রীয় কার্যালয় অবস্থান করছেন জাপার চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী । বাইরে থেকে পুলিশ গেট বন্দ করে রেখেছে।
এই বিষয়ে রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন,
“অনুমতি ছাড়া রাস্তায় দাঁড়িয়ে কর্মসূচি পালন করায় বিঘ্ন ঘটছিল। সরে যাওয়ার জন্য বার বার তাদের অনুরোধ করলেও সরেননি তারা। এজন্য তাদের সরিয়ে দেয়া হয়েছে মাত্র। কাউকে আটক করা হয়নি।”
এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে কর্মী সমাবেশ শুরু হয় । মঞ্চে উপস্থিত হন জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ প্রথম সারীর নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। চারপাশে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ।

