আজ ২৬ আগস্ট রোজ মঙ্গলবার টাঙ্গাইল পৌর শহরের আদালত পাড়া এলাকায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “অনেক দল ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করে নির্বাচনে অংশগ্রহণ করেছে। একমাত্র বিএনপি ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি। আমাদের অসংখ্য নেতা গুম, খুন হয়েছে। নেত্রী জেলে যাওয়া পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দলের হাল ধরেছেন। সর্বশেষ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মূল ভূমিকা পালন করেছেন তারেক রহমান। যার নেতৃত্বে হাসিনার পতন হয়েছে। ফ্যাসিবাদমুক্ত হয়েছে।”
টুকু আরও বলেন, বিএনপি একটি গনতান্ত্রিক দল। বিএনপি সবসময় গনতন্ত্রের জন্য লড়াই করেছে। মানুষের অধিকারের জন্য লড়াই করেছে। দেশনায়ক তারেক রহমান সবসময় বলে আসছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করেনা। মানুষের অধিকার মানুষকে ফেরত দিতে চায় বিএনপি। এদেশের মালিক হচ্ছে জনগন। আমরা সবাই মিলে মালিক।
তিনি বলেন, “আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শের জনক। যিনি স্বাধীনতা যুদ্ধে ঘোষণা দিয়ে এ দেশকে স্বাধীন করেছেন। যিনি বাকশাল থেকে এ দেশের মানুষকে বহুদলীয় গনতন্ত্র দিয়েছেন। বাক-স্বাধীনতা দিয়েছেন। আমাদের নেত্রী বেগম খালেদা দীর্ঘ ৯ বছর সংগ্রাম করে এ দেশকে সংসদীয় গনতন্ত্র দিয়েছেন। যিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করতে গিয়ে ৬ বছর বিনাদোষে কারাভোগ করেছেন। কিন্তু আমাদের নেত্রী অন্যায়ের কাছে কখনো আপস করেননি।”
টুকু সেখানে আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা জাতির সামনে উত্থাপন করেছেন। এরমধ্যে একটি দফা নারীদের জন্য। বিএনপি জনগনের ভোটে নির্বাচিত হলে প্রতিটি ঘরে একটি করে ফ্যামিলিকার্ড বিতরণ করা হবে। যা মা-বোনদের নামে থাকবে। কার্ডের মাধ্যমে মাসিক নগদ অর্থ বা সমপরিমাণ নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহ করা হবে। যাতে পরিবারগুলো সহজে সংসার চালাতে পারে। বিএনপি ক্ষমতায় গেলে এককোটি বেকার যুবকের কর্মসংস্থান হবে বলে যোগ করেন তিনি।”
Tasin/Digital Khobor