১২ জুন ২০২৫:
আজ বৃহস্পতিবার গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বলেছেন, তারেক রহমানের দেশে ফিরতে কোনো ধরনের আইনি বা প্রশাসনিক বাধা বা বিপত্তি নেই। তিনি যেকোনো সময় ইচ্ছা করলেই দেশে ফিরে আসতে পারেন।
তিনি আরও বলেন,
“সরকারের পক্ষ থেকে কোনও বাধা নেই তারেক রহমানের দেশে আসার বিষয় নিয়ে। তিনি দেশে ফিরতে পারেন আইনের আওতায় থেকেই ।”
আন্তর্জাতিক সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,
কিছু বাংলাদেশি নাগরিককে ভারত থেকে জোর করে এইদেশে ‘পুশ ইন’ করা হচ্ছে, যা অনেকটা উদ্বেগজনক। তিনি এই বিষয়ে বলেন, “যেভাবে জোর করে ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের ঠেলে দেয়া হচ্ছে, সেটি মোটেও গ্রহণযোগ্য নয়। এসব মানুষদের ফেরত পাঠাতে হবে সঠিক প্রক্রিয়া অবলম্বন করে ।”
তিনি নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়ে আরও জানান,
আনুষ্ঠানিকভাবে ভারতের হাইকমিশনারকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, “আমরা আমাদের নাগরিকদের নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি, কিন্তু তা অবশ্যই হতে হবে আন্তর্জাতিক নিয়ম মেনে ।”
দেশে সম্প্রতি আবারও করোনাভাইরাস(করোনা অমিক্রন এক্সবিবি) সংক্রমণ বাড়তে থাকায় সরকার নতুন করে সতর্কতা ব্যবস্থা নিচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি করোনা প্রতিরধের বিষয়ে বলেন,
“স্বাস্থ্য সচেতনতা বাড়ানো হয়েছে বিমানবন্দর, স্থলবন্দরসহ বিভিন্ন প্রবেশপথে । পরীক্ষা জোরদার করা হচ্ছে প্রয়োজনীয় স্ক্রিনিং এবং স্বাস্থ্য । তবে সবার আগে নিজে থেকেই জনগণকে সচেতন হতে হবে।”
তারেক রহমানের সাম্প্রতিক আইনি অগ্রগতির কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান,
এখন আর কোনো মামলার সাজাপ্রাপ্ত আসামি নন তারেক রহমান ।
প্রসঙ্গত, তারেক রহমানকে ২০০৭ সালের মার্চে গ্রেফতার করা হয় এবং চিকিৎসার জন্য জামিনে মুক্তি পেয়ে ২০০৮ সালের ১৩ সেপ্টেম্বর তিনি যুক্তরাজ্যে যান। এরপর থেকেই তিনি লন্ডনে অবস্থান করছেন ।
গত ২৮ মে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ রায়ে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় খালাস দেওয়া হয়। এর ফলে বাতিল হয়ে যায় তাদের বিরুদ্ধে থাকা ৯ বছরের কারাদণ্ড ও আরোপিত অর্থদণ্ড ।
Tasin/DBN