ঢাকা, ২৪ মে(শনিবার):
“শুধু নির্বাচন নিয়ে যারা কথা বলছে বিচার ও সংস্কারের দাবি ছাড়া , জুলাই শহীদদের রক্তের সাথে তারা গাদ্দারি করছে”—জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম এমন কঠোর মন্তব্য করেছেন । আজ দুপুর বেলা রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে তিনি এ মন্তব্য করেন জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে ।
তারিকুল ইসলাম এই বিষয়ে বলেন, “শুধু নির্বাচন নির্বাচন বলে যারা চিৎকার করছে, নীরব রয়েছে বিচার ও সংস্কারের বিষয়ে , প্রকৃতপক্ষে তারা জনগণের নয়, তারা গোষ্ঠীগতের রাজনীতি করছে। শাসনব্যবস্থার আমূল পরিবর্তন আনাই ছিল শহীদদের আত্মত্যাগের মূল উদ্দেশ্য —শুধু ক্ষমতা হস্তান্তরের আয়োজন এই উদ্দেশের ছিল না।”
বিএনপির নাম তিনি সরাসরি উল্লেখ করে বলেন, “শুধু নির্বাচন নিয়ে কথা বলে বিএনপি বিব্রত করে যাচ্ছে প্রধান উপদেষ্টাকে । এটি একটি রাজনৈতিক অশ্লীলতার নামান্তর।”
তিনি আরও জানান, “অবশ্যই নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা বিচার ও সংস্কার নিশ্চিত করার পর হবে । এসব রাজনৈতিক ভণ্ডামি জনগণ এখন চিনে ফেলেছে।”
বিচার ও সংস্কারের জন্য জাতীয় যুবশক্তির অন্যান্য নেতারাও নির্দিষ্ট রোডম্যাপ তৈরি করার দাবি জানান। তারা এই বিষয়ে বলেন, “এই মুহূর্তে যদি বিচার না হয় এবং অতীত অপরাধীদের জবাবদিহি না করা হয়, তবে অর্থহীন ও অস্থায়ী হয়ে পরবে যেকোনো নির্বাচন ।”
জাতীয় যুবশক্তি তরুণদের জন্য একটি ভিন্নধর্মী রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন হিসেবে গড়ে তুলতে চায় বলে জানানো হয়। সংগঠনের নেতারা বলেন, “দেশের অধিকাংশ যুব সংগঠন স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় জড়িয়ে পড়েছে চাঁদাবাজি , টেন্ডারবাজি, ও সহিংসতায় । সেই পথ আমরা পরিহার করে যুব সমাজের প্রকৃত সমস্যা—বেকারত্ব, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন নিয়ে কাজ করে যাবো।”
সংগঠনটির নিয়মিত কার্যক্রম ও কাঠামোগত বিস্তার চালাতে তুলে ধরা হয় একটি সুসংগঠিত অর্থনৈতিক কাঠামোর কথাও । কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রতিটি স্তরে সদস্য ফি নির্ধারণ করা হয়েছে।
এককালীন সদস্য ফি: ৫,০০০ টাকা
মাসিক ফি থাকছে: নির্দিষ্ট হারে প্রতিটি নেতাকর্মীর জন্য এটি প্রযোজ্য
এই অর্থ দিয়ে উক্ত সংগঠনের বিভিন্ন কর্মশালা, প্রকল্প, যুব উন্নয়ন কার্যক্রম এবং রাজনৈতিক প্রশিক্ষণ চালানো হবে বলেও সেখানে জানানো হয়।
Tasin/DBN