ক্যাটাগরি: আন্তর্জাতিক, খেলাধূলা, প্রবাস, শিরোনাম, সর্বশেষ-সংবাদ
Posted: November 12, 2019 at 5:02 pm
ওমান বনাম বাংলাদেশ ফুটবল খেলা দেখতে দুই (২) রিয়াল নির্ধারণ করা হয়েছে টিকেটের মূল্য।
আগামী ১৪ই নভেম্বর রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে ওমানের মুখোমুখি মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
ইতিপূর্বে ম্যাচটি বিনা টিকেটে দেখার ঘোষণা দিলেও আজ মঙ্গলবার ওমান ফুটবল অ্যাসোসিয়েশনের
সিইও শেখ শাবিবি জানিয়েছেন ফুটবল ম্যাচটি দেখার জন্য ২ রিয়াল করে টিকেট ক্রয় করতে হবে বাংলাদেশীদের জন্য।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সমিতি ওমানের প্রেসিডেন্ট ইয়াসিন চৌধুরী সিআইপি।
তবে ওমানিদের জন্য কোন টিকেট লাগবে না বলে জানান তিনি। ওমানিরা বিনা টিকেটে খেলা দেখতে পারবেন।
খেলার দিন স্টেডিয়াম গেইটে টিকেট বিক্রি হবে, এছাড়াও মাস্কাটের বিভিন্ন পেট্রোল পাম্প বিশেষ করে
আল খোয়ের, আল-সোরোজ পেট্রোল পাম্প সহ লুলু হাইপার মার্কেটে টিকেট পাওয়া যাবে।
আরও পড়ুনঃ ওমান বাংলাদেশ ফুটবল খেলা নিয়ে প্রবাসীদের মাঝে টানটান উত্তেজনা