ক্যাটাগরি: আন্তর্জাতিক, প্রবাস, শিরোনাম, সর্বশেষ-সংবাদ
Posted: November 12, 2019 at 4:29 pm
ওমানে রাজধানী মাস্কাটে একটি নির্মাণাধীন প্রকল্পের কংক্রিটের পাইপের ভিতরে আটকে পড়ে ৬ প্রবাসী শ্রমিকের মৃত্যু হয় গত রবিবার।
নিহত ছয়জনই ইন্ডিয়ান নাগরিক বলে টাইমস অব ওমানের নিউজে প্রকাশ করা হয়েছে।
সেইসাথে নিহতদের প্রতি গভীর শোঁক প্রকাশ করেছে ইন্ডিয়ান দূতাবাস ওমান।
দূতাবাসের পক্ষথেকে এক বিবৃতিতে বলেন ‘আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি
আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি এবং সম্ভাব্য সকল প্রকার সমর্থন করার জন্য প্রস্তুত আছি।’
উল্লেখ্য:
গত রবিবার (১০-১১-২০১৯) ওমানে রাজধানী মাস্কাটে একটি নির্মাণাধীন প্রকল্পের কংক্রিটের পাইপের ভিতরে আটকে পড়ে ৬ প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়।
প্রায় ১২ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে সোমবার ওমানের পাবলিক অথরিটি ফর সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স (পিএসিডিএ) এর একটি দল পাইপের ভিতর থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে।
জানাগেছে গত রোববার মাস্কাটে ভারী বৃষ্টিপাতের সময় পাইপে আটকা পড়ে ঔ শ্রমিকরা।
(পিএসিডিএ) এর একটি দল পাইপের ভিতর থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে।
অতি বৃষ্টিতে প্রকল্পের ২৯৫ মিটার দীর্ঘ কংক্রিটের পাইপ (উপরিভাগের ১৫ মিটার) ভেতরে আটকা পড়ে শ্রমিকরা।
পরবর্তীতে পিএসিডিএ-এর উদ্ধারকারী দল বড় একটি পাম্প দিয়ে পাইপ থেকে পানি বের করে আনার পর ভেতরে সবাইকে মৃত অবস্থায় পাওয়া যায়।
পরে ৬ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এই ধরনের বড় প্রকল্পগুলিতে নিয়োজিত সংস্থাগুলোকে তাদের কর্মীদের নিরাপত্তার
জন্য সুরক্ষা বিধি মেনে চলার জন্য বিবৃতিতে আহ্বান জানিয়েছে পাবলিক অথরিটি ফর সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স (পিএএসিডিএ)।
এদিকে ইন্ডিয়ান দূতাবাস থেকে এই ধরনের কাজের সাইটে সুরক্ষা মানদণ্ডের বিশদ নিরীক্ষণ করতে হবে বলে দাবী করা হয়েছে।
সেইসাথে একটি স্বাধীন তদন্ত কমিটির মাধ্যমে ঘটনার তদন্ত করার আহ্বান করা হয় এবং এই জাতীয় প্রকল্পগুলির সুরক্ষা
ব্যবস্থাগুলি পর্যালোচনা করতে হবে। দূতাবাস থেকে জানানো হয় ‘এটি মানুষের জীবনের বিষয় এবং সহজেই এড়ানো যায় না,
এই প্রকল্পের জন্য দায়ীদের সর্বোচ্চ দায়িত্বশীল থেকে শুরু করে জুনিয়র স্তর পর্যন্ত জবাবদিহি করতে হবে।
এই প্রকল্পের পেশাগত নিরাপত্তা কর্মকর্তাকে জিজ্ঞাসা করা উচিত।’
ওমানের পেশাগত সুরক্ষা বিধিমালায় বলা হয়েছে যে নিয়োগকর্তা বা তার প্রতিনিধি কর্মীদের কর্মস্থলে
উপস্থিত থাকার সময় তাদের পর্যাপ্ত সুরক্ষা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।