ক্যাটাগরি: আন্তর্জাতিক, প্রবাস, শিরোনাম, সর্বশেষ-সংবাদ
Posted: November 11, 2019 at 10:25 pm
ওমানে রাজধানী মাস্কাটে একটি নির্মাণাধীন প্রকল্পের কংক্রিটের পাইপের ভিতরে আটকে পড়ে ৬ প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে।
প্রায় ১২ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে সোমবার ওমানের পাবলিক অথরিটি ফর সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স (পিএসিডিএ) এর একটি দল পাইপের ভিতর থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে।
জানাগেছে গতকাল রোববার মাস্কাটে ভারী বৃষ্টিপাতের সময় পাইপে আটকা পড়ে ঔ শ্রমিকরা।
নিহত শ্রমিকরা এশিয়ান বলে জানানো হলেও কোন দেশের তা বিস্তারিত জানা যায় নি। বাংলাদেশি কোন শ্রমিক ছিল কিনা সে ব্যাপারেও এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সরওয়ার এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন ‘প্রাথমিক তথ্য অনুযায়ী ওখানে কোন বাংলাদেশী নেই। তবে আমরা আরও বিস্তারিত খবর নিচ্ছি।’
টাইমস অব ওমানের সূত্রে জানাগেছে গতকাল রোববার ভারী বৃষ্টির সময় আল-সিব এলাকায় মাস্কাট বিমানবন্দরের কাছাকাছি একটি পানি সম্প্রসারণ প্রকল্পে এ দুর্ঘটনা ঘটে। অতি বৃষ্টিতে প্রকল্পের ২৯৫ মিটার দীর্ঘ কংক্রিটের পাইপ (উপরিভাগের ১৫ মিটার) ভেতরে আটকা পড়ে শ্রমিকরা।
পরবর্তীতে পিএসিডিএ-এর উদ্ধারকারী দল বড় একটি পাম্প দিয়ে পাইপ থেকে পানি বের করে আনার পর ভেতরে সবাইকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে ৬ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
এই ধরনের বড় প্রকল্পগুলিতে নিয়োজিত সংস্থাগুলোকে তাদের কর্মীদের নিরাপত্তার জন্য সুরক্ষা বিধি মেনে চলার জন্য বিবৃতিতে আহ্বান জানিয়েছে পাবলিক অথরিটি ফর সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স (পিএএসিডিএ)।