আজ ২৬ ফেব্রুয়ারি রোজ বুধবার সকালে পঞ্চগড় চিনিকল মাঠে আয়োজিত জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারত এবং অহেতুক কষ্ট দিতে চায় না তাদের, তবে মেনে নিতে হবে না বাংলাদেশকেও চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত । দেশের স্বার্থে কোনো আপস করা হবে না বলে জানান তিনি
তিনি বলেন, বাংলাদেশে নাগরিক বিভক্তি ধর্ম ও দলের ভিত্তিতে কাম্য নয় এবং আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক অবস্থান সম্ভব নয় একটি ঐক্যবদ্ধ জাতি ছাড়া । স্বাধীনতার ৫৪ বছর পরও জাতিকে বিভক্ত করে রাখার সমালোচনা করে তিনি বলেন, “আমরা মানি না কোনোরকম মেজরিটি বা মাইনরিটি ।”
পঞ্চগড়ের নৌকাডুবিতে ২০২২ সালে নিহত হিন্দু সম্প্রদায়ের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়ে বলেন, “আমরা তোমাদেরকে পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করলাম।”
তিনি সেখানে আরও বলেন, আপনারা মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান বাংলাদেশকে এবং গডফাদার, মাফিয়াতন্ত্র ও ফ্যাসিবাদের দেশ দেখতে চান না।