বিনা অপরাধে ১৬ বছর কারাভোগ করেছেন ঝালকাঠির নলছিটির মো. মোস্তফা কামাল। তাকে ২০০৯ সালে পিলখানার বিডিআর বিদ্রোহের ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। তিনি দাবি করেন যে বিদ্রোহের বিষয়ে কিছুই জানেন না । হত্যা মামলায় ২০১৩ সালে খালাস পেলেও বিস্ফোরক মামলায় তাকে জেলে থাকতে হয় ২০২৩ সাল পর্যন্ত।
তার চাকরি চলে যায় জেলে থাকা অবস্থায় । তার স্ত্রী ও দুই মেয়েকে বড় করতে কঠোর সংগ্রাম করেছেন এবং তাদের বিয়ে দিয়েছেন আত্মীয়-স্বজনের সাহায্যে । মোস্তফা কামাল বর্তমানে জামিনে মুক্তি পেয়েছেন এবং তিনি সরকারের কাছে তার চাকরি পুনরুদ্ধার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। পরিবারের জন্য তার মুক্তি স্বস্তির হলেও তার ১৬ বছরের হারানো জীবনের এই কষ্ট আজও রয়ে গেছে।