আজ ২৩ ফেব্রুয়ারি রোজ রোববার রংপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা হারুন অর রশীদ ওরফে কানা হারুনকে মাহিগঞ্জের নিজ বাড়ি থেকে যৌথবাহিনী গ্রেফতার করেছে। তাকে গ্রেফতার করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টার মামলায় এবং তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র ।
এছাড়া, নাশকতা ও হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে পীরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ ও তারাগঞ্জের ইকরচালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলীকেও ।
গত ১৪ দিনে অপারেশন ডেভিল হান্ট অভিযানে রংপুর বিভাগের ৮ জেলা থেকে মোট ৩৮০ জনকে যৌথবাহিনী গ্রেফতার করেছে ।