বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ২০০৭ সালের ৭ মার্চ দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়।অভিযোগ ওঠে যে তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়েছে।
তিনি ২০০৭ সালের ২৮ নভেম্বর আদালতে সেই নির্যাতনের বিবরণ দিয়ে বলেন, “২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টাই জিজ্ঞাসাবাদ করা হয়েছে একটি অজ্ঞাত স্থানে নিয়ে , উপেক্ষা করা হয়েছে চিকিৎসার নির্দেশ , এবং হুমকি দেওয়া হয়েছে ক্রসফায়ারের ।”
চিকিৎসকদের প্রতিবেদনে বলা হয় যে, তার মেরুদণ্ডের ছয় ও সাত নম্বর হাড় ভেঙে গেছে ও কয়েকটি হাড় বেঁকে গেছে এবং ৩৩টি হাড়ের মাঝে দূরত্ব কমে গেছে। আদালত পরে তার রিমান্ডের সময়সীমা কমিয়ে একদিন করেন এবং নির্যাতন না করার নির্দেশ দেন।
এই ঘটনার বিস্তারিত বিবরণ সম্প্রতি বিএনপির এক গবেষণাগ্রন্থে উঠে এসেছে।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মহদুদ আলমগীর পাবেল ও গবেষক ড. সাইমু পারভেজ “সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা” বইটিতে এটি সম্পাদনা করেছেন।