আজ ২০ ফেব্রুয়ারি রোজ বুধবার দিবাগত রাতে যৌথ বাহিনীর অভিযানে রাজধানীর মোহাম্মদপুরের বছিলা ৪০ ফিট এলাকায় দুই জন বন্দুকযুদ্ধে নিহত হয়েছে এবং আটক করা হয়েছে পাঁচ জনকে ।
যৌথ বাহিনী ছিনতাইয়ের প্রস্তুতির খবর পেয়ে অভিযানে গেলে একটি ভবনের ছাদ থেকে সন্ত্রাসীরা গুলি চালায়। যৌথ বাহিনী তাদের আত্মরক্ষার্থে পাল্টা ব্যবস্থা নেয় এবং অস্ত্রসহ পাঁচজন সন্ত্রাসীকে আটক করে।
পরে দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয় ছাদ থেকে । আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল, একটি চাপাতি ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে এবং তাদের হস্তান্তর করা হয়েছে মোহাম্মদপুর থানায় । এই ধরনের অভিযান নিরাপত্তার স্বার্থে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।