সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল চিত্রনায়ক বাপ্পারাজ অভিনীত ‘প্রেমের সমাধি’ সিনেমার সংলাপ ‘চাচা হেনা কোথায়?’।সিনেমায় হেনার চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা শাবনাজ।এবার এ বিষয়ে নিয়ে এক ফানি ভিডিও বানিয়েছেন শাবনাজের স্বামী চিত্রনায়ক নাঈম। ভিডিওতে দেখা যায়, চিত্রনায়ক নাঈমকে বাপ্পারাজ প্রশ্ন করছেন, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’ এরপর নাঈম বলেন, ‘বাপ্পা তুমি অনেক দেরি করে ফেলেছো, হেনার সঙ্গে আমার অনেক আগে বিয়ে হয়ে গেছে।’
‘চাচা হেনা কোথায়’-এই সংলাপ দিতে দিতে হন্যে হয়ে হেনাকে খুঁজছিলেন চিত্রনায়ক বাপ্পারাজ,সিনেমার সেই সংলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমেও হয়েছে তুমুল ভাইরাল।এবার সেই হেনাকে খুঁজে পেলেন বাপ্পারাজ।দুজনের দেখা হলো টাঙ্গাইলে।বুধবার অভিনেতা নাঈম তাঁর নিজ বাড়ি টাঙ্গাইলের সাহেব বাড়িতে এক আড্ডার আয়োজন করেছিলেন। সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাপ্পারাজসহ অনেকেই। এসময় নাঈমের সঙ্গে থাকা তার স্ত্রী শাবনাজকে দেখে আবেগআপ্লুত হয়ে পড়েন বাপ্পারাজ। শাবনাজই হচ্ছেন তার হারিয়ে যাওয়া হেনা!এরপর দুজনে কুশল বিনিময় করেন। তাদের চোখের কোণে ঝড়ে আনন্দ অশ্রু। এরপর চলে নানা রসিকতা।