আজ ১৯ ফেব্রুয়ারি রোজ বুধবার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠানে বলেছেন, “এমন গণহত্যার পর আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, রাজনৈতিকভাবে একদম নির্মূল করতে হবে।” তিনি দলটিকে লিগ্যালি ও সোশ্যালি নিষিদ্ধ করার জন্য আহ্বান জানান।
তিনি সেখানে আরও বলেন, “তারুণ্যের শক্তিকে অন্তর্বর্তী সরকার কাজে লাগাতে চায় এবং নতুন বাংলাদেশ গড়তে আমাদেরকে তরুণদের পাশে থাকতে হবে।”
শিক্ষাঙ্গনের বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে তিনি বলেন, “যারা এইসবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের অতি তাড়াতাড়ি আইনের আওতায় আনা হবে।”