জামালপুরের ইসলামপুর থেকে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের হত্যা মামলার আসামি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ১৫ ফেব্রুয়ারি শনিবার রাতে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয় নিজ বাড়ি থেকে । তিনি ইসলামপুরে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ এই বিষয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে ‘ ডেভিলহান্ট অপারেশন’-এর অংশ হিসেবে এবং তাকে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হবে।