গত ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমা দিয়ে এবার বড় পর্দায় অভিষেক হয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের। তাঁর কাছে ছিল –নাটক থেকে সিনেমায় আসাটা একেবারে অগ্নিপরীক্ষার মতো। তবে সে এবার পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন –এমনটাই আলোচনা করছেন দর্শক ও সমালোচকরা। দেশের শীর্ষনায়কের বিপরীতে নিজের আত্মপ্রকাশের মুহূর্তটি দারুণভাবে উপভোগ করেছেন সাবিলা নূর। ফলে ‘চিত্রনায়িকা’ হিসেবে তাঁর শুরুটা সুখকর এবং আলোচিত ছিল বলেই মন্তব্য করেন দর্শকরা।

তবে ‘তাণ্ডব’-এর পর হঠাৎ করেই যেন এই অভিনেত্রী আড়ালে চলে গেছেন । না নাটকে, না সিনেমায়; কোথাও মিলছে না তাঁর দেখা । তাই প্রশ্ন তুলেছেন কৌতূহলী দর্শকরা। বলছেন, “সাবিলা এখন কী করছেন? নাটক নাকি সিনেমা?“ এমন সময়ে অভিনেত্রী তাসনিয়া ফারিণ আর সাবিলা কে দেখা গেল একসঙ্গে একটি পারিফিউম ব্যান্ডের শো রুম উদ্বোধন আয়োজনে। সেখানে সাবিলা নানা বিষয়ে কথা বললেন ।
এদিকে সম্প্রতি জানা যায়, সিয়াম আহমেদের বিপরীতে ‘রাক্ষস’ সিনেমায় সাবিলা নূর অভিনয় করতে যাচ্ছেন । কিন্তু তিনি সে বিষয়ে আলোচনা করেননি; বরং একগাল হেসে বললেন, “আমার কাছে কোনো খবর নেই। কিছু হলে আপনাদেরই সবার আগে জানানো হবে।”
কথায় কথায় বুঝা গেল, বেশ আনন্দেই আছেন সাবিলা। তিনি জানালেন, “এখন নিয়মিত জিম করছি, খাচ্ছি-দাচ্ছি, ঘুরছি। নিজের মতো সময় কাটাচ্ছি আর নিজেকে প্রস্তুত করছি।”
হয়তো কোনো নতুন সিনেমার জন্যই অভিনেত্রীর এমন ‘প্রস্তুতি’– যার ঘোষণা আসবে সঠিক সময়েই। এক সাক্ষাৎকারে এর আগে সাবিলা বলেছিলেন, “সব জেনেশুনেই তিনি সিনেমায় পা রেখেছেন। তাঁর ভাষায়, ‘তাণ্ডব দিয়ে কেবল শুরুটা হয়েছে, এখানেই থামতে চাই না। নিজের পারফরম্যান্স দেখানোর জন্য একজন শিল্পীর কাছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সিনেমা।”
তবে ছোট পর্দা থেকে একেবারে সরে যাচ্ছেন এমনটা নয় বলে জানান সাবিলা নূর। সাবিলার ভাষায়, “আমি নাটকে এখন বেছে বেছে কাজ করছি। তাণ্ডব একটা মানদণ্ড তৈরি করেছে। তাই এরপর যা-ই করি, সেটা অন্তত তাণ্ডব-এর সমমানের বা তার চেয়েও ভালো হতে হবে।”
মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু সাবিলার। ২০১৪ সালে নাটক ‘ইউটার্ন’-এর মাধ্যমে সাবিলার অভিনয়ে অভিষেক ঘটে । এরপর একে একে ‘মাঙ্কি বিজনেস’, ‘কল্পনার ঘর’, ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘কেমিস্ট্রি’, ‘রনু ভাই’, ‘জোনাকির আলো’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি গ্রামীণফোন, নেসক্যাফে, প্রাণ ফিটের মতো জনপ্রিয় ব্র্যান্ডের বিজ্ঞাপনেও দেখা গেছে তাঁকে।
‘তাণ্ডব’ যেন সাবিলা নূরের অভিনয়জীবনের এক নতুন অধ্যায় খুলে দিয়েছে। এখন সময় শুধু অপেক্ষার– তিনি কবে, কোনো নতুন চরিত্রে, কোনো গল্পে, আবার দর্শকের সামনে হাজির হন বড় পর্দায়।
Tasin/Digital Khobor

