ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এ মাগুরায় যৌন নিপীড়নের শিকার হওয়া শিশুটি আজ মারা গেছে চিকিৎসাধীন অবস্থায় । জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক হাসনাত আবদুল্লাহ তার এক ফেসবুক পোস্টে তিনি মন্তব্য করেন, আছিয়ার কাছে পুরো বাংলাদেশ ক্ষমাপ্রার্থী ও লজ্জিত। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সেনাবাহিনীর এক ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানা যায়, সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার পরও এই শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যু হয় কার্ডিয়াক অ্যারেস্টের কারণে । সেনাবাহিনী সমবেদনা জানিয়েছে শোকসন্তপ্ত পরিবারের প্রতি ।