১৩ মার্চ রোজ বৃহস্পতিবার পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সেই বিস্ফোরক আইনের মামলায় তিনশ বিডিআর সদস্যের আজ জামিন আবেদনের আদেশ । আদালতের রায় শুনতে আজ সকাল থেকেই কেরানিগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে জামিন না পাওয়া তিন শতাধিক সাবেক বিডিআর সদস্যের আত্মীয়-স্বজনরা অবস্থান করছেন ।
এর আগে, জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয় ১০ ফেব্রুয়ারি । ১৬ বছর পর গত ২৩ জানুয়ারি ১৬৮ জন বিডিআর সদস্য জামিন পান।
৮৩৪ আসামির মধ্যে এই মামলায় জামিন পেয়েছেন প্রায় আড়াইশ জন ।এখন পর্যন্ত মোট ১,৩৪৪ আসামির মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে ২৮৫ জন আসামীর ।
প্রসঙ্গত, পিলখানায় বিদ্রোহে ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি ৫৭ সেনা কর্মকর্তাসহ নিহত হন ৭৪ জন। এ বিদ্রোহের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয় হত্যা ও বিস্ফোরক আইনে ।