আগুন দেওয়া হয়েছে কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে। তার মা-বাবাসহ পরিবারের ছয়জন ঘরের ভেতরে ছিলেন যখন আগুন লাগে। এটি কাফি পরিকল্পিত হামলা বলে অভিযোগ করেছেন ।
আজ দিবাগত রাত দেড়টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে ঘটে এ অগ্নিকাণ্ড । সেখানকার স্থানীয়দের মতে, বাইরে থেকে দরজা আটকে দিয়ে ঘরে আগুন দেওয়া হয়, যাতে ঘরের সবাই পুড়ে মারা যায়। পরিবারটি দরজা ভেঙে কোনোরকমে বেরিয়ে আসে, তবে নগদ টাকা এবং স্বর্ণালংকারসহ ক্ষতি হয়েছে প্রায় ৫০ লাখ টাকার ।
রাত সোয়া ২টার দিকে খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির সবাই নিরাপদে থাকলেও ব্যাপক ক্ষতি হয়েছে সম্পত্তির ।
নুরুজ্জামান কাফি অগ্নিকাণ্ডের ঘটনায় আজ বুধবার সংবাদ সম্মেলন করেছেন এবং দাবি করেছেন সুষ্ঠু তদন্ত ও বিচার ।