স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে। আগামী ১৪ অক্টোবর হবে প্লেয়ার্স ড্রাফট। এই মুহূর্তে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিরা তাদের দল ঘোছাতে ব্যস্ত আছেন। তারা নতুন নতুন খেলোয়াড় কিংবা কোচিং স্টাফ দলে ভেড়াচ্ছে।
এবারের বিপিএলে দেশীয় খেলোয়াড়দের মধ্যে তারা দলে ভিড়িয়েছে জাতীয় দলের বাঁ হাতি পেসার শরিফুল ইসলামকে। এছাড়াও তারা জানিয়েছিল দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে কথা চলছে। আবশেষে তাকে দলভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বৃহস্পতিবার (১০ অক্টোবর) নিজেদের ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছে চিটাগাং কিংস।
তবে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে যেকোনো দলের হয়ে সাকিবের বিপিএল খেলা হুমকির মুখে। নিরাপত্তাজনিত কারণে সাকিব দেশে ফিরতে পারবেন কিনা, সেটি নিয়ে এখনও রয়েছে সংশয়। যদিও সম্প্রতি ছাত্র আন্দোলনে নিরব ভূমিকা পালন করা নিয়ে মুখ খুলে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন সাকিব। সেই সঙ্গে জানিয়েছেন দেশের মাটিতে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার কথা।