ফেসবুক পেজে উমরাহ ভিসা ও টিকিটের লোভনীয় অফার দিয়ে ব্যাপক প্রতারণা করছেন Salsabeel Islamic Tours & Travels। তাদের বিরুদ্ধে রয়েছে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওমরাহ ও হজ ভিসার নাম করে প্রতারণা করছে Salsabeel Islamic Tours & Travels নামক একটি চক্র। সম্প্রতি এই ফেসবুক পেজ থেকে কম খরচে দ্রুত ওমরাহ এবং হজের ভিসা প্রসেসিংয়ের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। কিন্তু কিছু অনুসন্ধানে এবং জনগণের মতামতে জানা গেছে, এটি একটি প্রতারক চক্র, যারা মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।
ভুক্তভোগীদের অভিযোগ, বিজ্ঞাপনে আকর্ষণীয় অফার দেখিয়ে এজেন্টরা প্রাথমিকভাবে কিছু টাকা জমা দিতে বলে। পরবর্তীতে তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়।
ফেসবুক পেজ এর লিঙ্ক নিচে দেওয়া হলঃhttps://www.facebook.com/share/1C8RyW7yJ6/?mibextid=wwXIfr