পরিচালিত হওয়া সারাদেশে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে ১৫০ এর অধিক ব্যক্তিকে আটক ও গ্রেফতার হয়েছে।অন্তত ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে গাজীপুরে ।
এই বিষয়ে পুলিশ জানিয়েছে, গত রোববার রাত থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাজীপুর জেলার জয়দেবপুর থানায় ৬ জন, শ্রীপুরে ৫ জন, কালীগঞ্জ ৪ জন, কাপাসিয়া ৩ জন এবং কালিয়াকৈরে ৩ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া, মহানগরের ১১ টি থানায় অভিযান চালিয়ে ৭৯ জনকে হেফাজতে নেয়া হয়।তারা সবাই ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এই নিয়ে গত দুই দিনে এই জেলায় মোট ১৮২ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
এছাড়া, দেশের বিভিন্ন জেলায় অন্তত আরও ১১১ জনকে যৌথ বাহিনী আটক করেছে । এরমধ্যে রংপুরেই ৩০ জনকে গ্রেফতার করা হয় ।
এরা সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছিলেন। ২৯ জনকে নেত্রকোণাতে গ্রেফতার করা হয়েছে । নারায়ণগঞ্জেও পুলিশ ১৯ জনকে হেফাজতে নিয়েছে।
এছাড়া, ভোলায় ১৪ জন,রাজশাহী মহানগরীতে ৪ জন, খাগড়াছড়িতে ১০ জন, চুয়াডাঙ্গায় ৩ জন এবং হবিগঞ্জে ২ জনকে আটক করা হয়েছে।