ময়মনসিংহের ফুলপুরে নানা আয়োজনে পাকিস্তানি হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্তিযোদ্ধারা ফুলপুরকে শত্রুমুক্ত করেন।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের গোলচত্বর মোড়ে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা, সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, পিআইও বেগম শাহীন, প্রকৌশলী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, কৃষি অফিসার নাদিয়া, ফেরদৌসী, থানার সেকেন্ড অফিসার সানাউল্লাহ, আনসার ভিডিপি অফিসার ওমর, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দু, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার পরিতোষ সূত্রধর।

