প্রতিবছরের মতো বাজারে নতুন ফোন আনতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। গ্রাহক ও প্রযুক্তি উৎসাহীদের মধ্যে এরই মধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে আইফোনের নতুন এই সংস্করণ নিয়ে।
সোমবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অবস্থিত অ্যাপল পার্কে ‘ইটস গ্লো টাইম’ নামের এক বিশেষ অনুষ্ঠানে নতুন পণ্য প্রকাশ করবে অ্যাপল। বাংলাদেশ সময় রাত ১১টায় এই অনুষ্ঠানটি শুরু হবে।
আইফোন ১৬ সিরিজের লঞ্চ ইভেন্ট লাইভ দেখা যাবে অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপল টিভি অ্যাপ থেকে। এ ছাড়া এই ইভেন্ট অ্যাপলের ইউটিউব চ্যানেল থেকেও সম্প্রচার করা হবে।
অ্যাপল বরাবরের মতোই তাদের নতুন আইফোন বা অন্যান্য পণ্য সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেনি। তবে প্রযুক্তি দুনিয়ায় নানা গুঞ্জন চলছে যে, এবারের অনুষ্ঠানে আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের চারটি নতুন আইফোন আসতে পারে। এ ছাড়াও, অ্যাপল ওয়াচ ১০ সিরিজ এবং এয়ারপডস ৪ এর ঘোষণাও আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এরইমধ্যে আইফোন ১৬-এর ফিচার সম্পর্কে অনেক তথ্যই সামনে এসেছে। এবার আইফোন ১৬-এর দাম কত হতে পারে তা জানিয়েছে অ্যাপল হাব। অ্যাপল হাবের মতে, আইফোন ১৬-এর দাম হতে চলেছে ৭৯৯ ডলার; বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৫ হাজার ৬৬৮ টাকা।
অন্যদিকে আইফোন ১৬ প্লাসের দাম হবে ৮৯৯ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৭ হাজার ৫০০ টাকা। আইফোন ১৬ প্রো-এর দাম ১,০৯৯ ডলার হতে চলেছে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩১ হাজার ৪৫১ টাকা এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাম ১,১৯৯ ডলার হতে পারে। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়বে ১ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা।
আইফোন ১৬ ও ১৬ প্লাসে থাকবে বায়োনিক এ১৮ চিপ আর ১৬ প্রো, ১৬ প্রো ম্যাক্সে বায়োনিক এ ১৮ প্রো। সময়ের সঙ্গে তাল মিলিয়ে, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ চারটি মডেলে থাকবে অ্যাপেল ইন্টেলিজেন্স। ব্যাটারির ক্ষমতা সামান্য বাড়ছে। সঙ্গে প্রো মডেল দু’টিতে ৪০ ওয়াটের চার্জিং সাপোর্ট, ২০ ওয়াটের ম্যাগসেফ চার্জিং তো থাকছেই।
এই নতুন সিরিজের চারটি মডেলেই থাকছে ‘ক্যাপচার’ বোতাম। অর্থাৎ ফোনের লক না খুলেও, শুধু এই বোতাম টিপেই খুব সহজে ক্যামেরা খুলে ছবি তোলা যাবে।
ব্লুমবার্গের প্রতিবেদনে জানা যায়, অ্যাপল বিশেষজ্ঞ মার্ক গুরম্যান জানিয়েছেন আগামী ২০ সেপ্টেম্বর বাজারে আসবে বহুল প্রতীক্ষিত আইফোন–১৬ সিরিজ। এরই মধ্যে প্রি অর্ডার নেয়া শুরু করেছে কোম্পানি।