হজ ও ওমরাহতে অতিরিক্ত ভিড় ঠেকাতে সৌদি আরব বাংলাদেশসহ আরও ১৪টি দেশের জন্য সাময়িকভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা স্থগিত করেছে। এখন থেকে শুধু সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে এসব দেশের নাগরিকদের , যা বৈধ থাকবে সর্বোচ্চ ৩০ দিনের জন্য ।
এই নীতি কার্যকর হয় ১ ফেব্রুয়ারি থেকে। এর আওতায় পর্যটন, ব্যবসা ও পারিবারিক ভ্রমণের ক্ষেত্রে ভিসা সিঙ্গেল এন্ট্রি করা হয়েছে। তবে হজ, ওমরাহ, কূটনৈতিক ও রেসিডেন্সি ভিসার নিয়ম এখনো অপরিবর্তিত রয়েছে।
সৌদি এয়ারলাইন কর্তৃপক্ষ জানায়, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী ভিসাধারীদের অনুমতি ছাড়া হজ করা এবং অবৈধভাবে অবস্থানের কারণে । এটি সাময়িক বলা হলেও কবে এটি পুনরায় চালু হবে, সে বিষয়ে সৌদি সরকার নিশ্চিত করে কিছু জানায়নি।