আজ রাজধানীর রামপুরা বনশ্রীতে সেই স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে তার থেকে ২০০ ভরি স্বর্ণ লুট করে নেওয়ার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ । লুট হওয়া স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্রও উদ্ধার করা হয়েছে ।
এ বিষয়ে কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ডিএমপি মিডিয়া সেন্টারে বিস্তারিত জানাবেন।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি রাতে বনশ্রীতে আনোয়ার হোসেনের বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে এবং লুট করে নেয় স্বর্ণ ও নগদ অর্থ । তখনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এই হামলার ভিডিও , যেখানে মোটরসাইকেলে করে সাতজন দুর্বৃত্তকে লুটের পর সেখান থেকে পালিয়ে যেতে দেখা যায়।