বিক্ষুব্ধ জনতা রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতেও আগুন দিয়েছে ।
আজ ৬ ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার ) দুপুর ১২টার দিকে শাহরিয়ার আলমের চারতলা ভবনটিতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।
তবে বাড়িতে এসময় কোনো লোকজন ছিল না। গত ৫ আগস্টের পর থেকে এই বাড়িটি তালাবদ্ধ ছিল । ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বিক্ষুব্ধ জনতা আগুন দেওয়ার পর বাড়িটি ঘিরে বিক্ষোভ করে। ফায়ার সার্ভিসের গাড়ি সংবাদ পেয়ে পুলিশের নিরাপত্তায় ঘটনাস্থলে যায় । পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়।