আজ ৫ মে রোজ সোমবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, এবার আর কোনও সুযোগ নেই দিনের ভোট রাতে হওয়ার । একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশন।
সিইসি এই বিষয়ে আশ্বস্ত করে বলেন, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না । সকল সিদ্ধান্ত এককভাবে নয় বরং কমিশনের সকল সদস্য মিলেই নেয়া হচ্ছে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে তাকে এক প্রশ্ন করা হলে এর জবাবে তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব শপথ পড়ানোর । এ বিষয়ে কিছু করার নেই নির্বাচন কমিশনের ।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক এই সভায় সভাপতিত্ব করেন । এতে আরও অংশ নেন জামালপুর,ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কর্মচারীরা।
Tasin/DBN

