আজ ৫ মার্চ রোজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার আগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আশা প্রকাশ করে সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান দোয়া চেয়েছেন। তিনি দ্রুত আদালত থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যও দোয়া চেয়েছেন।
শাজাহান খানের কাছে এক সাংবাদিক কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, আছি আলহামদুলিল্লাহ্ তোমাদের দোয়ায়। আমার জন্য দোয়া করবা ।
সাংবাদিক যখন প্রশ্ন করেন যে কী দোয়া করবো? উত্তরে শাজাহান খান বলেন, দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি-শৃঙ্খলা কীভাবে ফিরিয়ে আনতে পারি এবং আগামী নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করতে পারি… এ সব বিষয়ে দোয়া করবা।
সাংবাদিক যখন বলেন যে, সবাই বলছে যে আপনারাই দেশের বারোটা বাজিয়েছেন। তখন এইবিশয়ে শাজাহান খান বলেন, আমরা বারোটা বাজিয়েছি না কারা বারোটা বাজিয়েছে এটা সামনেই প্রমাণিত হবে।