আজ ৪ মার্চ রোজ মঙ্গলবার স্থানীয় কলেজ রোড ক্রীড়া সংঘের আয়োজনে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমরা সমাজে কিছু অস্থিরতা লক্ষ্য করছি। দেশের অর্থনীতির অবস্থা অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চুরি-ডাকাতি ও চাঁদাবাজি, আইনশৃঙ্খলার অবনতিসহ একে অপরের নাম ব্যবহার করে সমাজকে অস্থির করার প্রবণতা দেখা যাচ্ছে। এসব প্রতিহত করতে আমাদের সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই।
তিনি বলেন, এ মুহুর্তে দেশে একদিকে সংস্কার ও আরেকদিকে নির্বাচন খুব বেশী প্রয়োজন। ফ্যাসিবাদবিরোধী সবাই মিলে আমরা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করে তুলতে চাই। যেখানে ঐক্যবদ্ধ থাকবে পুরো জাতি । এটাই বিএনপির পরিকল্পনা এবং আমরা সে পথেই হেটে চলছি ।