আজ ৪ মার্চ রোজ মঙ্গলবার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বলেছেন, পুরোনো সংবিধান ও শাসন কাঠামো আগের মতই রেখে সম্ভব নয় প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এজন্য প্রয়োজন নতুন গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারাও ।
নাহিদ ইসলাম এই বিষয়ে জানান, এনসিপি দ্রুত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে গঠনতন্ত্র প্রণয়নের সকল কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।