ফাল্গুণী দাস চবি (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন ।তিনি ঢাকা এসছিলেন বই মেলায়। রাজনীতি থেকে বহু বছর ধরেই দূরে আছেন তিনি।
গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খিলাফত মজলিশের একজন নেতা সাকিব মাহমুদ রুমি ফাল্গুনী কে হঠাৎ বইমেলায় খুঁজে পেয়ে হিন্দু ধর্মাবলম্বী ইস্কনের দালাল বলে ঘিরে ধরেন এবং লোক জড়ো করেন। এই মেয়েটাকে বর্তমানে রাজনীতিতে সক্রিয় না থাকার পরেও শাহবাগ থানায় দিয়ে আসা হয়। পুলিশ তৎক্ষনিক মামলা দিয়ে গ্রেফতার করে তাকে।