আজ ৩ মার্চ রোজ সোমবার রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে দুপুর ১২টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন চারজন। ফায়ার সার্ভিস আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
হোটেলের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে, সিঁড়ির দরজা তালাবদ্ধ থাকার কারণে কেউ বের হতে পারেননি সেখান থেকে। চারজনের মরদেহ ৬ তলায় একটি বাথরুম ও সিঁড়ির গোড়ায় পাওয়া গেছে। এখনও আগুন লাগার কারণ জানা যায়নি।