কখনো মামলা করে জেল খাটানো,আবার কখনো লাইভে এসে একে অপরকে ছোট করা,কাদা ছুড়াছুড়ি,নেশা করে প্রেমিকার মুখ ফাটিয়ে দেয়া ,আবার প্রেমিকের মনে হিংসা সঞ্চার করতে অন্য ছেলের হাত ধরে টিকটক করা ,এ কোন নাটক বা সিনেমার দৃশ্য নয়,এটি লায়লা আর প্রিন্স মামুনের বাস্তব জীবনের প্রেম কাহিনী।২০২৪ এ তাদের ব্রেকাপ এর পর নেট পাড়ায় তুমুল ঝড় ওঠে কিন্তু অবশেষে একটি সিনেম্যাটিক ব্রেকের পর আবার এক হয়ে গেলেন প্রিন্স মামুন আর লায়লা।রবিবার লাইভে এসে তারা দুজনে বলেন “আমাদের মধ্যে সব মিটমাট হয়ে গেছে,আমরা সব ঠিক করে ফেলেছি”
এইতো কয়েকদিন আগের কথা! বিএমডাব্লিউ গাড়ি কিনে মাকে নিয়ে ভিডিও বানিয়ে সেটা শেয়ার করায় প্রিন্স মামুনের সমালোচনা করে লায়লা বলেছিলেন, ‘এ সবই তার শো অফ,পুরোনো অভ্যাস’। আজ সেই বিএমডাব্লিউতে চড়েই প্রিন্স মামুনের হাতে হাত রেখে ঘুরছেন লায়লা। নেটিজেনদের অবাক করে দিয়ে রবিবার সেহেরিতে লাইভে এসে প্রিন্স মামুন আর লায়লা জানান, তাদের ঝগড়া এতটাই বাজে পর্যায়ে চলে গিয়েছিল যে আইনি সহায়তা নিতে হয়েছিল।কিন্তু তারা এখন সব মামালা মোকদ্দমার ঝামেলা শেষ করে আবার দুজন একসাথে থাকতে চান’