আজ ২ মার্চ রোজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর এ্যাভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের হত্যার ঘটনার প্রায় ৭ মাস পর এ মামলা দায়ের করা হয় ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ৯ এপ্রিল এই মামলাটি আমলে নিয়ে গ্রেফতার থাকা ৪ আসামিকে হাজির করার নির্দেশ দিয়েছেন ।
তিনি জানান, ওইদিন হামলার ঘটনা ঘটে তৎকালীন ছাত্রলীগ নেতা এমরান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামের নেতৃত্বে । সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং সাবেক এস আই আমীর হোসেন গুলি চালান ৷রংপুরে দায়ের করা দুটি পৃথক মামলায় এ ৪ জনই কারাগারে আছেন।