আজ ২ মার্চ রোজ রোববার ৭ম জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দারিয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন পুরুষ ভোটার এবং ৬ কোটি ৩ লাখ ৭৯ হাজার ৬৬৩ জন হচ্ছেন নারী ভোটার । এছাড়া দেশে হিজড়া ভোটার ৯৯৪ জন রয়েছেন।
এছারাও আরও জানানো হয়, ২০২৪ সালের খসড়া ভোটার তালিকায় নতুন ১৮ লাখ ৩৩ হাজার ভোটার যুক্ত হয়েছে।
এছারাও মৃত ভোটার বাদ না যাওয়ায় ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করে ইসি।