সকাল সকাল ঘুম থেকে উঠেই অপু বিশ্বাসকে নিয়ে কটাক্ষ করে ফেইসবুকে একটি পোষ্ট দিয়েছেন পরীমণি। এর আগে ফেইসবুকের এক পোস্টে অপু লিখেছিলেন, ‘ ঈদ ক্যাম্পেইন কামিং টুনাইট’।ঘোষণা অনুযায়ী অপুর ফেসবুকে রাতের বেলা একটি রিলস ভিডিও প্রকাশ পায়।সেই রিলস নিয়ে মন্তব্য করে পরী লিখেন ,’বাবাগো,একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচ্চি পোলাপান দিনে কয়েক’শ এর থেকে ভালো রিলস বানায় রেনডমলি!’ এই পোষ্ট থেকে আঁচ করা যায়,সম্পর্ক বিগড়েছে অপু-পরীর।
‘এক বরবাদ যে তোমাদের মতন পরগাছা উকুনদের তামাম জিন্দেগীর অস্তিত্ব নিয়ে লারাবাড়া করে দিলো সেটা আর বলতে…’ কঠিন ভাষায় নায়িকা অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে এই তীব্র কটাক্ষ করেছেন চিত্রনায়িকা পরীমণি। শুক্রবার অপুর করা এক পোস্টের সমালোচনা করে শনিবার এই লেখাগুলো দিয়ে একটি পোষ্ট করেন পরীমণি।