১০০ মিটার স্প্রিন্টে নতুন রানির দেখা পেলো প্যারিস। সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড পেলেন অলিম্পিকের দ্রুততম মানবীর খেতাব। হিটে অংশ নিলেও সেমিফাইনাল থেকে নিজেকে সরিয়ে নেন শেলি–অ্যান ফ্রেজার–প্রাইস। এদিকে সাঁতারে ক্যারিয়ারের নবম সোনা জেতেন কেটি লেডেকি।
অলিম্পিকের ১০০ মিটার স্প্রিন্টে শেলি অ্যান-ফ্রেজার অপ্রতিরোধ্য নাম। হিটেও অংশ নেন, অনুমিত ছিল দ্রুততম মানবীর খেতাব অটুট থাকছে ফ্রেজারের। তবে হঠাৎ করেই সেমিফাইনাল থেকে সরে দাঁড়ান দুইবারের অলিম্পিক জয়ী এ জ্যামাইকান অ্যাথলেট।
তাই মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে সবার চোখ ছিল বিশ্ব চ্যাম্পিয়ন শা’কারি রিচার্ডসনের দিকে। কিন্তু সবাইকে অবাক করে ১০০ মিটার স্প্রিন্টে উঠে এলেন নুতন রানী। ১০.৭২ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের দ্রুততম মানবী হলেন সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড। অলিম্পিক ইতিহাসে সেন্ট লুসিয়ার এটাই প্রথম পদক। রুপা শা’কারি রিচার্ডসন আর ব্রোঞ্জ জিতেছেন মেলিসা জেফারসন।
যুক্তরাষ্ট্রের কেটি লেডেকি, মেয়েদের ৮০০ মিটার ফ্রিস্টাইলের ইতিহাসে অবিসংবাদিত সাতারু। টানা চতুর্থ অলিম্পিকে এই ইভেন্টের সোনা জিতে নিজের আধিপত্য ধরে রাখলন। অস্ট্রেলিয়ার আরিয়ার্নে টিটমাসকে পেছনে ফেলে অলিম্পিকে নিজের নবম সোনা জিতেছেন লেডেকি।
অলিম্পিক ইতিহাসে জিমন্যাস্টিকস কিংবদন্তি লারিসা লাতিনিনার গড়া রেকর্ডে ভাগ বসালেন এই মার্কিন সাতারু। ১৯৫৬ থেকে ১৯৬৪ পর্যন্ত নারী প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৯ সোনা জয়ের রেকর্ড গড়েন লাতিনিনা। লেডেকি নবম সোনা জয়ের পথে সময় নিয়েছেন ৮ মিনিট ১১.০৪ সেকেন্ড।
সাঁতারে দিনের প্রথম সোনাটি জেতেন ক্রিস্তফ মিলাক। হাঙ্গেরির মিলাক সময় নিয়েছেন ৪৯.৯০ সেকেন্ড। মাত্র ০.০৯ সেকেন্ড পেছনে থেকে রুপার পদক পেয়েছেন কানাডার জশ লিন্ডো। ব্রোঞ্জও পেয়েছেন লিন্ডোর সতীর্থ ইলিয়া খারুন।
এদিকে সাঁতারের শেষ ইভেন্ট মিশ্র রিলেতে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র, রুপা চীন ও ব্রোঞ্জ অস্ট্রেলিয়া। মার্কিনিরা সময় নেয় ৩ মিনিট ৩৭.৪৩ সেকেন্ড।
কানাডার তরুণী সাতারের নতুন রানী সামার ম্যাকিনটশ জিতেছেন তৃতীয় সোনা। এর আগে ২০০ মিটার বাটারফ্লাই ও ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে সোনা জেতেন তিনি। ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে তৃতীয় ল্যাপে ব্রেস্টস্ট্রোকে পিছিয়ে পড়লেও শেষ ল্যাপে ফ্রিস্টাইলে দারুন ছন্দে ঘুড়ে দাড়ান ম্যাকিনটশ। ২ মিনিট ৬.৫৬ সেকেন্ড সময় নিয়ে নতুন অলিম্পিক রেকর্ডও করেছেন এ কনাডিয়ান তরুনী।